সোমবার, ৪ আগস্ট, ২০২৫

তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষে, তরুণদের তারেক রহমান

-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষে। এবার তোমাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়।

গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গত দেড় দশকে ৪ কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সামনে জাতীয় নির্বাচন। এবার তাদের হারানো অধিকার ফিরে পাওয়ার সময়।

এ সময় তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, চলো, আজ আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি—আমাদের প্রথম ভোট হবে বাংলাদেশ পুনর্গঠনের জন্য। আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্য। আমাদের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য। ইনশাআল্লাহ।

শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে তিনি বলেন, বিগত সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রদের জন্য নিরাপদ পরিবেশ না দিয়ে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা বানিয়েছিল। দেশকে তাঁবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করে রাখতে বিগত দেড় দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। যার সাক্ষী তোমরা নিজেরাই।

তারেক রহমান বলেন, তোমরা যাতে সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়ালেখা করতে পারো সেজন্য তোমাদের জন্য ক্যাম্পাসে নিরাপত্তা ও সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিকে আধুনিক করাসহ অনলাইন ও অফলাইনে লাইব্রেরিকেন্দ্রিক বহুমুখী শিক্ষা চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাষ্ট্র যে বরাদ্দ করে খরচ করে সেটা ব্যয় নয়, সেটিকে আমি বিনিয়োগ হিসেবে দেখি।

ছাত্ররাজনীতি সম্পর্কে তিনি বলেন, প্রচলিত ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি।

সময় তিনি আগামী বাংলাদেশে একটি মেধাভিত্তিক ও শাসন ও প্রশাসনের জন্য নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করার জন্য তরুণদের আহ্বান জানান। তিনি বলেন, জ্ঞান অর্জন ও পড়ালেখাই হতে হবে তোমাদের প্রথম ও প্রধান কাজ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অনেকে ফ্রিল্যান্সিংয়ের কাজে সম্পৃক্ত, কিন্তু তারা এই আয়ের টাকা দেশে আনতে গেটওয়ের কারণে নানা সমস্যায় পড়েন। এই সমস্যা সমাধানে ইতোমধ্যে পিপল, ওয়াইজ, টাইপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে বিএনপি। সরকার গঠন করলে বিএনপি জনগণকে নিয়ে এই সমস্যাটা  দ্রুততার সঙ্গে সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। যারা কাজ করছে তারা যেমন সুফল পাবে তেমনি যারা সম্পৃক্ত হতে চায় তারাও কাজের সুযোগ পাবে।

আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আমরা স্কুল পর্যায়ের ভেতরে আইসিটি ও কারিগরি ব্যবস্থা প্রবর্তন করবো। এছাড়া অপশনাল হিসেবে নয় কম্পলসারি হিসেবে শিক্ষা কারিকুলামে খেলাধুলা আর্ট ও কালচারকেও কারিকুলামের ভেতর নিয়ে আসব। যাতে প্রত্যেক শিক্ষার্থী যার যেটা পছন্দ সেই অনুযায়ী সে দক্ষতা অর্জনকরতে সক্ষম হয়।

শহীদদের কাঙিক্ষত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান উপস্থিত ছাত্রদের উদ্দেশে বলেন, তোমাদের যোগ্যভাবে গড়ে তুলতে হবে। তোমাদের সঙ্গে আরও একটি পরিকল্পনা তুলে ধরতে চাই। এ সময় তিনি ছাত্রদের জন্য বিএনপি কী কী করতে চায় সেই পরিকল্পনার কথা তুলে ধরেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল ইবি; সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের বিচারের দাবিতে ফের রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (৪ আগস্ট) বেলা...

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তার...

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে (সাবেক মিল্লাতিয়ান) শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা ইউনিভার্সিটি মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা।সোমবার...

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ জনবল সংকট: ২০১ পদের মধ্যে ১১১টি শূন্য

শাহিরাস্তি প্রতিনিধি:চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে জনবল সংকটের এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বাস্তবতা। ৫০ শয্যার এ সরকারি হাসপাতালটিতে অনুমোদিত ২০১টি পদের বিপরীতে বর্তমানে...

সম্পর্কিত নিউজ

সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল ইবি; সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের বিচারের দাবিতে ফের রাজপথে নেমেছে শিক্ষার্থীরা।...

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।সোমবার...

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে (সাবেক মিল্লাতিয়ান) শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও...