নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মহানগর শ্রমিক দলের সভাপতি এস এম আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে গ্রেফতারের পর আদালত কারাগারে পাঠিয়েছে। এই দুই নেতাকে এবার দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার (১০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, দুজনই জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পুলিশ জানায়, বুধবার সকালে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়।
এ ছাড়া, তোফার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। পরে বিকালে এক মাসের আটকাদেশ দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।