সোমবার, ১১ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। তিনি জানান, শিক্ষার্থীরা তার প্রতি আস্থা রাখলে এবং চাওয়া প্রকাশ করলে তিনি এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিসান বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সাংগঠনিক ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে তিনি ব্যক্তিগত ও একাডেমিক জীবনে বহু মূল্য দিতে হয়েছে। রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি কারাবরণ, গুম ও নির্যাতনের শিকার হলেও তা তাকে দমাতে পারেনি। বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তার কাছে আরও স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন স্পর্শকাতর এবং এতে তার অতীত ও সেশনজট নিয়ে প্রশ্ন উঠতে পারে যা স্বাভাবিক। তবে তার অবস্থান পরিষ্কার — শিক্ষার্থীরা যদি তাকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করেন, তাহলে তিনি দায়িত্ব নেবেন; অন্যথায় তিনি একজন সচেতন ছাত্র হিসেবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।

জিসান বলেন, ফ্যাসিস্ট অপসারণে তার দীর্ঘ সংগ্রাম রয়েছে, রাজপথ, জেল-জুলুম, গুম এবং ক্যাম্পাস হামলার শিকার হয়েও তিনি থেমে নেননি। মিথ্যা মামলায় কারাবরণ ও ব্যক্তিগত জীবনের নানা ব্যাঘাত সত্ত্বেও গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছেন।

তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিজ্ঞানমনস্ক, আধুনিক এবং আন্তর্জাতিকভাবে শ্রেষ্ঠত্বের আসনে উন্নীত করতে কাজ করবেন। এছাড়া, গণতান্ত্রিক বাংলাদেশের নির্মাণে যারা প্রাণ দিয়েছেন, তাদের সন্মান জানিয়ে আগামী প্রজন্মের জন্য কার্যকর নেতৃত্ব দেবেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই জাইদুল ও বাবা তরিকুল ১৫ দিন জেল খেটেছেন। স্বামী মমিন...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতংর্কে প্রায়...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি...

দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও এশিয়ান কাপে সুবিধাজনক অবস্থানে বাংলার মেয়েরা

বাংলাদেশ সময় গতকাল বেলা ৩ টায় ভিয়েনতিয়েনের নিউ লাওস স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উড়ন্ত শুরু করে লিড নিয়েছিল বাংলার মেয়েরা। কিন্তু ম্যাচ শেষে মাঠ...

সম্পর্কিত নিউজ

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা,...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে...