স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারেনি, হয়েছেন গণশত্রু এবং জনশত্রুতে পরিণত ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, গত ১৭ বছর মা-বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছে। হাসিনা কাউকে ছাড় দেয়নি। কারণ দেশ শাসন দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করেনি। হাসিনা বাংলাদেশে এসেছে তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা সাধারণ মানুষ সবসময় বলাবলি করত।
এছাড়া আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তিনি বলেন, তারা একটি কর্তৃত্ববাদী শাসক, একটি স্বৈরাচারী মনোভাব নিয়ে আওয়ামী লীগ অরাজনৈতিক ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আজ ১৫ আগস্ট এই দিনে তার (হাসিনা) বাবাকে যারা হত্যা করেছে সেই আলোচনার সুযোগ আজকে পায়নি তারা , পাচ্ছেও না। কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ের আওয়ামী লীগ ছিল না। মানুষের হৃদয়ে শেখ মুজিব, শেখ হাসিনা ছিল না, ছিল না মুজিব পরিবার।
এছাড়া ফ্যাসিস্ট বর্বর কায়দায়, জুলুম-নির্যাতন জঙ্গী শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল স্বাধীনতার পর থেকে বলে উল্লেখ করেন।