কক্সবাজারে সরকারি সফরে গিয়ে হঠাৎ গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় এনে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন, তার ইসিজি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটমুক্ত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর জানান, গ্যাস্ট্রিক ও পানিশূন্যতা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে ফারুকীর শারীরিক অবস্থা সংকটমুক্ত।
উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে। পরে রাত ১২টার দিকে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। সংস্কৃতি উপদেষ্টা দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন বলে আশা চিকিৎসকদের।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, ‘কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল। অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে।’