কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হাফেজ মো. মঈন উদ্দিন গণসংযোগ করছেন।
শনিবার বিকেল ৩টা থেকে পর্যায়ক্রমে বাশ গ্রাম বাজার, পান্টি বাজারসহ আশপাশের জনপদে তিনি জনগণের সাথে মতবিনিময় করেন। তার গণসংযোগকে ঘিরে বাজার ও গ্রামীণ এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট জনগণের হাতে পৌঁছে দেন।
গণসংযোগে মঈন উদ্দিন বলেন, ‘আমরা দমননীতি ও গুলির রাজনীতি চাই না। আমরা চাই জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।’
গণসংযোগ চলাকালে তিনি অসহায় ও দুঃস্থ মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে বস্ত্র পৌঁছে দেন। এ মানবিক উদ্যোগে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয় এক কৃষক বলেন, ‘মঈন উদ্দিন শুধু রাজনীতিবিদ নন, তিনি আমাদের পরিবারের মতোই আপনজন। সুখ–দুঃখে পাশে দাঁড়ান।’
আরেকজন দোকানদার জানান, ‘জনগণের কল্যাণে তিনি যে নিরলস কাজ করছেন, তাতে আমরা নিশ্চিত আগামী নির্বাচনে ধানের শীষের জয় আসবেই।’
এ গণসংযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নারী-পুরুষ, তরুণ-যুবক থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। এলাকাবাসীর ভাষ্য, আমরা সবাই আসন্ন নির্বাচনে হাফেজ মো.মঈন উদ্দিনের পক্ষেই থাকব, ইনশাআল্লাহ।