রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে সপ্তম শ্রেণির এক ছাত্রী।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। এ সময় শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধের চেষ্টা করেন। এতে তার গলা ও হাতে জখম হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপ্রত্যাশিত এ ঘটনায় শ্রেণিকক্ষে চিৎকার-চেঁচামেচি শুরু হলে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।