মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের উপর হামলা, অভিযোগের তীর ছাত্রদলের দিকে

মো.সাজ্জাদ হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়ায় ছাত্ররাজনীতি ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এবং কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী রিদোয়ান আফ্রিদী (২৩) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

গতকাল মঙ্গলবার(১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলেজ মাঠের পেছনের গেটে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

রিদোয়ান সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার সাবেক সদস্যসচিব হিসেবে তিনি বেশ সক্রিয় ছিলেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, কলেজ হোস্টেলে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের বিরোধিতায় নেতৃত্ব দেওয়ায় রিদোয়ানকে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হঠাৎ পিছন থেকে আঘাত করে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, “আহত রিদোয়ান এখন পর্যন্ত কারও নাম বলতে পারেননি। ছাত্রদলের কেউ জড়িত—এমন প্রমাণও মেলেনি। তবে ঘটনাটি যেই করুক না কেন, আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনুক। ছাত্রদল কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না।”

অন্যদিকে কুষ্টিয়া জেলা ছাত্রসংসদের মুখ্য সংগঠক সুজন মাহমুদ জানান, ‘প্রায় এক মাস আগে কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে ওই ঘটনার প্রতিবাদে অনশন কর্মসূচি হয়েছিল, যেখানে রিদোয়ান অগ্রণী ভূমিকা রাখেন। সেই বিরোধ থেকেই তাঁকে একা পেয়ে হামলা চালানো হয়েছে।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত অবস্থায় রিদোয়ানকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সিটিস্ক্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে এলে তাঁর অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ছাত্রদল দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘আমরা চাই না ক্যাম্পাসে এভাবে শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা হোক। ছাত্ররা পড়াশোনা করবে, রাজনীতির নামে সহিংসতা নয়।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ‘আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে মনে করছেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ শিক্ষার্থীরাও ঝুঁকির মুখে পড়ছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

জেন জিদের বিক্ষোভ-সংঘাতে উত্তাল হয়ে উঠেছে নেপাল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। জানা যায়, সোমবার নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে...

শিবির প্যানেল জিতলে ১ হাজার দুস্থকে খাওয়ানোর ঘোষণা দিলেন পটুয়াখালীর সমাজকর্মী নোমান মিঠু

ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল জয়ী হলে এক হাজার দুস্থ মানুষকে এক বেলা উন্নতমানের খাবার খাওয়ানোর...

ব্যাপক সাড়া পাচ্ছি, জয়ের ব্যাপারে আশাবাদী:  উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ছাত্র শিক্ষক...

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে  ওসির ফেসবুক স্ট্যাটাস, সমালোচনায় নেটিজেনরা

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ। জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন এক বাস্তবতায় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

সম্পর্কিত নিউজ

ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

জেন জিদের বিক্ষোভ-সংঘাতে উত্তাল হয়ে উঠেছে নেপাল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দল নেপালি কংগ্রেসের...

শিবির প্যানেল জিতলে ১ হাজার দুস্থকে খাওয়ানোর ঘোষণা দিলেন পটুয়াখালীর সমাজকর্মী নোমান মিঠু

ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল জয়ী...

ব্যাপক সাড়া পাচ্ছি, জয়ের ব্যাপারে আশাবাদী:  উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী...