বাস্কেটবলের পাঁচবারের অল-স্টার খেতাব পাওয়া জন ওয়াল অবসরের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ সিদ্ধান্ত জানান তিনি।
৩৫ বছরে পা রাখা ওয়াল সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের হয়ে খেলেছিলেন। তবে হাঁটুর ইনজুরির কারণে ২০১৭-১৮ মৌসুম থেকে তিনি মাত্র ১৪৭ টি ম্যাচ খেলেন।
২০১০ সালের এনবিএ ড্রাফটে ওয়াশিংটন উইজার্ডসের প্রথম সামগ্রিক পিক হিসেবে দলে ভেড়ান ওয়াল। সেখানে তিনি টানা নয় মৌসুমে ৫৭৩ ম্যাচ খেলেন এবং গড়ে করেন ১৯ পয়েন্ট, ৯.২ অ্যাসিস্ট ও ৪.৩ রিবাউন্ড।
এদিকে ওয়ালের বিদায়ে শ্রদ্ধা জানিয়ে উইজার্ডস এক বিবৃতিতে বলেন, “আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা খেলোয়াড়। একটি যুগের প্রতিচ্ছবি, স্থায়ী উত্তরাধিকার।”
সোর্স: আল-জাজিরা