জাবেদুল ইসলাম, মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক মিঠাছরা-শ্রীপুর-গড়িয়াইশ। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অনেকটাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও ইট-খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও হাঁটুসমান কাদা ও জমাট পানি। গাড়ি চলাচলের জন্য এই সড়ক যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, ফলে দুই কিলোমিটার এই পথ দিয়ে চলাচল করা যেন দুরূহ এক অভিযান।
সারেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৯নং মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার থেকে শ্রীপুর ও গড়িয়াইশ গ্রাম পর্যন্ত বিস্তৃত এ সড়কটি প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষের একমাত্র যাতায়াতপথ।
শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী—সব শ্রেণির মানুষের জন্যই এটি নিয়মিত চলাচলের সড়ক। কিন্তু বছরের পর বছর সংস্কারের উদ্যোগ না থাকায় এখন এই গ্রামীণ সড়কটি কার্যত অচল হয়ে পড়েছে।
স্থানীয় স্কুল শিক্ষার্থী তরী মজুমদার জানান, ‘বৃষ্টি হলে হাঁটু পানি কিংবা কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।’
রিপন গোপ পিন্টু নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘অনেক দিন ধরে এই সড়ক বেহাল অবস্থায় আছে। কোথাও খানাখন্দ, কোথাও কাদা পানি—চলাচলের উপযোগী নেই বললেই চলে। জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো কাজ হয়নি।’
শ্রীপুর ও গড়িয়াইশ গ্রামের কামাল উদ্দিন, আলী আকবরসহ একাধিক কৃষক জানান, ফসল বিক্রির জন্য মিঠাছরা বাজার বা আশপাশের হাটে যেতে হয়। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে সময়মতো পণ্য পৌঁছানো সম্ভব হয় না। এতে বাজারে কম দামে বিক্রি করতে হয়, পাশাপাশি পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে। ফলে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিরসরাই উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, ‘মিঠাছরা-শ্রীপুর-গড়িয়াইশ সড়কটির কার্পেটিংয়ের জন্য একটি প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই সংস্কার কাজ শুরু করা হবে।’