ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরায় মোটরসাইকেল এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নাদির খাঁ(৪৮) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২২আগষ্ট)দুপুরে বিজয়নগর উপজেলার চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদির খাঁ সদর উপজেলার কালিশীমা এলাকার মৃত নবাব খাঁ এর ছেল।মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া!
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।