বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে জয়পুরহাট সুগার মিল প্রশিক্ষণ কেন্দ্রে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান পাবলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম বলেন,“আমরা যেনো সফল না হওয়া পর্যন্ত থেমে না যাই। সময়ের সঠিক ব্যবহার করতে হবে, কারণ সবার হাতে একই (২৪ ঘণ্টা) সময় থাকে। কেউ এই সময় কাজে লাগিয়ে পরীক্ষায় প্রথম হয়, আবার কেউ সময় নষ্ট করে সুযোগ হারায়। সময়ের সৎ ব্যবহার না করার কারণেই আমরা পিছিয়ে পড়ি।”
তিনি কোরআনের সুরা আসরের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, “সময়ের শপথ করে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকাজ করে এবং একে অন্যকে সত্যের ও ধৈর্যের উপদেশ দেয়।”
বিশেষ অতিথির বক্তব্যে নুর মোহাম্মদ আবু তাহের বলেন,“বর্তমান সময় টেকনোলজির বিপ্লবের যুগ। কিন্তু এই টেকনোলজি হতে হবে কল্যাণের হাতিয়ার। দেশ ও জাতির উন্নয়ন এবং মানবতার কল্যাণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠান শেষে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ৫০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন ও সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক এজিএস হাসিবুল আলম, জয়পুরহাট জেলা জর্জ কোর্টের এপিপি এডভোকেট মামুনুর রশিদ, শিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট আসলাম হোসেন এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন।