রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে ববিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ববি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন এবং গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেলসহ সারা বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলেন। তাদের মতে, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে এমন অনিয়ম ও দুর্নীতি কেউ প্রত্যাশা করে না।

শিক্ষার্থীরা আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সারা দেশ থেকে ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজদের উৎখাত করা হলেও বর্তমানে আবার সেই জায়গা অন্যান্য পক্ষরা দখল করে ফেলেছে। ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকার থেকে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “ শের-ই-বাংলা মেডিকেলে নতুন করে ৯০টি মেশিন সচল হয়েছে। আপনারা যদি এখন শের-ই-বাংলা মেডিকেলে যান, তাহলে দেখবেন রুমগুলো এবং ফ্লোরগুলো কতটা পরিষ্কার ও সুন্দরভাবে রাখা হয়েছে। যারা বলেছে আমাদের আন্দোলনটা অযৌক্তিক,শেবাচিম সংস্কারের আন্দোলন অযৌক্তিক,তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য আছে। শেবাচিম সংস্কারের জন্য আমরা যে আন্দোলন করছি, এটা শুধু আমাদের জন্য নয়; বরং আমাদের এবং আপনাদের সবার জন্য।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, “যেকোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ প্রশাসনের কাছে স্মারকলিপি দিতেই পারে। কিন্তু স্মারকলিপি দিতে গিয়ে যদি হামলার শিকার হতে হয়, তাহলে এটি সত্যিই একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা বিগত ফ্যাসিবাদের আমলে যা দেখেছি, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সেটি আর দেখতে চাই না।”

সংবাদ সম্মেলনে বলা হয়, বরিশালে শের-ই-বাংলা মেডিকেলসহ সারা বাংলাদেশের স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে আন্দোলন চলছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি। এছাড়া প্রতিবাদের জন্য যখন সাধারণ শিক্ষার্থীরা যায়, তখন তাদের ওপর হামলা করা হয় এবং তারাই আবার শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে। আমরা চাই, অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের ওপর যে প্রহসনমূলক মামলা করা হয়েছে, সেটি প্রত্যাহার করতে হবে। এবং এই মামলার সম্পূর্ণ দায়ভার প্রশাসনকে বহন করতে হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

বহিষ্কৃত জাবি শিক্ষক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার

ভ্রূণহত্যার দায়ে বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক সহকারী প্রক্টর এবং পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে...

সম্পর্কিত নিউজ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও...