রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষার্থীরা। 

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা। 

এসময় আলোচনায় ইকসু গঠনের উদ্দেশ্যে ‘মুভমেন্ট ফর ইকসু’ নামক একটি প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধি, নিবন্ধিত সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি এবং ক্রিয়াশীল সকল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি নিয়ে এ প্লাটফর্ম গঠন করা হবে।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিভিন্ন মহল থেকে ২৩ জন সদস্য নিয়ে প্রাথমিকভাবে মুভমেন্ট ফর ইকসু প্লাটফর্ম টি দাড় করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত প্লাটফর্ম ঐক্যমঞ্চের আহ্বায়ক হাশেম আলী ও সদস্য সচিব ইমদাদুল হক, ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায়, ইকসু গঠনের জন্য ইতিপূর্বে গঠিত ‘ইকসু গঠন আন্দোলন’ -এর মুখপাত্র বোরহান উদ্দিন, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী, ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সিআরসি ইবি শাখার সাধারণ সম্পাদক ফারহানা আঁখি, ইবি খেলাফত ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক জুনায়েদ, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রতিনিধি শান্ত শিশির, আইন বিভাগের প্রতিনিধি সাকিব চাকলাদার, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত, ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নূর আলম, জমিয়তে তালাবিয়ে আরাবিয়া এর সেক্রেটারি শামীম, তালামিযের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, আহলে হাদিসের সভাপতি শোয়াইব, আহলে হাদিস যবসংঘের সভাপতি ইয়াসির, সোচ্চার ইবি শাখার সভাপতি রাহাত আব্দুল্লাহ, ইবি ক্রিকেট ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, আদিবাসী যুম্ম সংগঠনের সভাপতি বাবলু মারমা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট। 

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ইকসু সকল ইবিয়ানের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে আমরা ইকসু নিয়ে কথা বলে আসছি। কিন্তু প্রশাসন বারবার আইনের দোহাই দিয়ে যাচ্ছে। এবার তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল স্টেকহোল্ডারদের এক করে ইকসু গঠনের জন্য আন্দোলন গড়ে তুলছি। আমরা আমাদের প্লাটফর্মটির নাম দিয়েছি ‘মুভমেন্ট ফর ইকসু’। সকল ইবিয়ানরাই এর সদস্য।  আমরা কার্যক্রম পরিচালনার জন্য অল্প কিছু সদস্য দিয়ে শুরু করেছি। আমরা খুবই দ্রুত বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি সংযুক্ত করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইকসু আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত নয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় ইবির আট শিক্ষার্থী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ইকসু গঠন আন্দোলন’ নামে একটি প্লাটফর্মের ঘোষণা করেন।

সেই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোকে হেয় করা ও নারীদের বঞ্চিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন থেকে ওয়াক আউট করেন ছাত্রসংগঠনের নেতারা। পরবর্তীতে গতকাল শুক্রবার ও আজ শনিবার শিক্ষার্থীদের সাথে ছাত্রসংগঠনগুলোর ধারাবিক আলোচনার মাধ্যমে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেয়া হয় এবং সেখানে ‘ইকসু গঠন আন্দোলন’ প্লাটফর্মের নেতৃবৃন্দকেও সংযুক্ত করা হয় বলে জানা যায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে ববিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।শনিবার...

বহিষ্কৃত জাবি শিক্ষক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার

ভ্রূণহত্যার দায়ে বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক সহকারী প্রক্টর এবং পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে...

সম্পর্কিত নিউজ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...

স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে ববিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের...