প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়া এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন শি জিং ইউমো.সাজ্জাদ হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি ভালোবাসার শক্তি অনেক সময় সব সীমান্ত পেরিয়ে যায়। প্রেমের টানে হাজার মাইলের দূরত্বও পার করা যায়। সেই ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়। ফেসবুকের শুরু হওয়া প্রেমের সম্পর্কে বাঁধা পড়তে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। প্রেমিকার প্রতি টানেই তিনি শুধু আসেননি, ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নিয়েছেন সোহান আহাম্মেদ।
গত শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩ টায় ঢাকায় পৌঁছান শি জিং ইউ। সেখান থেকে রোববার সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে যান তিনি। দুপুর ২ টার দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তন করেন।
আদালতের আইনজীবীরা জানিয়েছেন, বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মুসলিম রীতিতে বৃষ্টিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে পরিচয়ের পর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এই যুগলের। অবশেষে একে অপরকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেন তারা।
শি জিং ইউ বলেন, ‘আমরা দুজন একে অপরকে ভালোবাসি। এটি খুব স্বাভাবিক ব্যাপার। আমরা এক সঙ্গে থাকতে চাই।’তবে বৃষ্টি খাতুন বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করেন। তার পাঁচ মাস আগে অনলাইনে শি জিং ইউয়ের সঙ্গে পরিচয় হয়।
বৃষ্টি খাতুনের দুলাভাই এনামুল হক বলেন, ‘ওরা দুজন একে অপরকে ভালোবাসে। আমাদের পরিবার বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করেছে।’