গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থল তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
সোমবার (২৫ আগস্ট) বেলা পৌনে ১১ টার দিকে টঙ্গী বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী সম্মিলিতভাবে এ বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা তুরাগ নদের উপর অতিদ্রুত বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান।
স্থানীয়রা জানান, তুরাগ নদের উপরে নির্মিত বেইলি ব্রিজ দিয়ে দীর্ঘদিন যাবত টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার লাখ লাখ মানুষ যাতায়াত করে আসছেন। এছাড়াও টঙ্গী বাজার আশপাশের এলাকার মানুষের জন্য একমাত্র বড় বাজার এটি। কারন এখানে প্রায় ২৫হাজার দোকানপাট রয়েছে।
এসব দোকানপাটে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিনিয়ত লাখ লাখ মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর থেকে মহাসড়কের পশ্চিমপাশের বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙ্গে নিয়ে গেছে। এতে ওই ব্রিজ দিয়ে চলাচলরত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন। নিত্য প্রয়োজনীয় মালামাল কিনে উড়াল সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। এছাড়া উড়াল সড়কে রিকশা ভ্যান চলাচল করতে না পারায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলেও জানা যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মহাসড়ক এক ঘন্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক আছে।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ অসংখ্যা নেতা কর্মি।