মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে কুয়েত প্রবাসীর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে যায় প্রবাসী হেলাল উদ্দিন ও তার ভাই আরমান হোসেন ফাহিমের পরিবার।
এসময় ডাকাত দল প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর আত্মীয় শাহাদাত হোসেন জানান, কিছুদিন আগে পরিবার নিয়ে বেড়াতে এসে তারা ডাকাতির শিকার হন। ঘটনার রাতে ডাকাতরা তার স্ত্রীর প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগী আরমান হোসেন ফাহিম বলেন, “ঘটনার রাতে ঘরের দরজা ভেঙে প্রথমে তিনজন ডাকাত চুরি করার ভান করে ঢোকে। তারা আমার হাত-পা বেঁধে ফেলে। পরে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। তাদের মুখে কালো মুখোশ, গায়ে হাফপ্যান্ট, হাতে রিভলবার, চাপাতি ও দেশীয় অস্ত্র ছিল। পরে তারা আমার বোন ও ভাবীর প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়।”
তিনি আরও জানান, ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।