যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৬ আগষ্ট) রাত সাড়ে ১২ টার দিকে সীমান্তের কায়বার রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
তিনি জানান, রাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি। এ সময় বিজিবি সদস্যস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করে। পরবর্তীতে আটককৃতদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি ।
এদিকে আটক করার পর তাদের নিকট হতে বাংলাদেশী-৩ হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপিসহ ৭ টি মোবাইল ফোন ( স্মার্ট-০৪ টি এবং বাটন-০৩ টি) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন– বরিশাল জেলার গৌরনদী এলাকার রথিন্দ্রনাথ গাইনের ছেলে
হৃদয় গাইন (২২), একই এলাকার শিশির মন্ডলের ছেলে সুজিত মন্ডল (৩৪), সুশান্ত মন্ডলের মেয়ে পুতুল (২০),গোপালগন্জ জেলার কোটালি পাড়া এলাকার শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), মাদারিপুর জেলার কালকিনী এলাকার কলিন্ড মন্ডলের ছেলে পাঞ্চু মন্ডল (৩৬), একই এলাকার বিনয় অধিকারির ছেলে তৃষ্ণা অধিকারী (১৭), ও নড়াইল জেলার ভদ্রবিলা এলাকার মৃত শামসুর রহমানের মেয়ে ছবুরণ বেগম (৪৫)।