তাছলিমা লিয়া, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক নারী আসামি সন্তান প্রসব করেছেন। লোহার শিক, উঁচু দেয়াল ও কড়া প্রহরার এই বদ্ধ পরিবেশেই জন্ম নিল এক ফুটফুটে শিশু।
সোমবার ভোরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের এক কক্ষে জন্ম নেই এই নবজাতক শিশু। জন্মের সঙ্গে সঙ্গেই কারাগারের নীরবতা ভাঙে তার প্রথম কান্নায়। এই সংবাদ ছড়িয়ে পড়লে বন্দিদের মধ্যেও চাঞ্চল্য লক্ষ্য করা যায়।
কারা সূত্র জানায়, কয়েক মাস আগে গর্ভবতী অবস্থায় ওই নারীকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। পুরো গর্ভকালজুড়ে তাকে কারা চিকিৎসকরা নিয়মিত দেখভাল করেছেন। প্রসব বেদনা উঠলে ওইদিন ভোরে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে ওই নারীর পরিচয় গোপন রাখা হয়েছে।
এ নিয়ে শহরজুড়ে চলছে আলোচনার ঝড়। শিকের আড়াল থেকে জীবনের প্রথম আলো দেখা এই শিশুর ভবিষ্যৎ কেমন হবে এ নিয়ে জজ্ঞাসা জনমনে।