ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ আগষ্ট) ভোর সাড়ে ৪টায় এক গোপন সংবাদের ভিত্তিতে এ অভিজান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল।
অভিজানে ৩,৮৫২ পিস উন্নতমানের ভারতীয় সানগ্লাস ও ৯১৭ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। আটককৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৪৫ লক্ষ ৫৮ হাজার ১ শত ৫০ টাকা।
এরআগে গত ২৫ আগস্ট ২,১৭৫ কেজি ভারতীয় ফুচকা ও ৮১০ কেজি জিরা জব্দ করে আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়।
এদিকে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে কোন ধরণের চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য বাংলাদেশে যেনো প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর।
উল্লেখ্য, আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।