বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শিক্ষায় যদি ধর্মীয় মূল্যবোধ না থাকে তাহলে সে শিক্ষা আসলে ভালো মানুষ কখনোই তৈরি হতে পারে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১ টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডায়না চত্বরে ‘ইসলামি শিক্ষা দিবস’ উপলক্ষ্যে ইবি ছাত্রশিবির আয়োজিত তিনদিন ব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ইবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য যদি ডেভেলপমেন্ট অব বডি হয়, তখন মানুষ শিক্ষিত জনসংখ্যায় রুপান্তরিত হয় কিন্তু মানুষ হয়ে উঠে না। মানুষ হয়ে উঠতে হলে আদর্শ ও মূলবোধ এই দুইটার সমন্বয় করতে হয়। শিক্ষার উদেশ্য হচ্ছে সামাজিকীকরণের আওতায় নিয়ে এসে পারিবারিক বন্ধন গুলো আরো সুদৃঢ় করা। সেটা যদি না ঘটে তাহলে শিক্ষার আসল উদ্দেশ্য সফল হয় না।
তিনি আরও বলেন, প্রযুক্তির চোখ ধাঁধা উন্নয়নের সাথে নৈতিকতা থাকা আবশ্যক। চায়না ও মালেশিয়ার উন্নয়নের ধারা একই। এই দুইটা দেশের মধ্যে পার্থক্য হলো, চায়নায় সেক্যুলার আছে মালেশিয়ায় ধর্ম আছে। চায়নায় আত্মহত্যার হার বেশি কিন্তু মালেশিয়ায় শতভাগ কম।
উল্লেখ্য, ইবির লালন শাহ হল ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হয়। বিতর্কের মোশন ‘আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয়ই টেকসই উন্নয়নের পথ’। সরকারি দলে লালন শাহ হল ডিবেটিং সোসাইটি ও বিরোধী দলে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
চ্যাম্পিয়ন হিসেবে বিরোধী দল ও রানার্স আপ হিসেবে সরকারি দলকে ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় এক নেতাকে সেরা বিতার্কিক হিসেবে ঘোষণা করা হয়। পরে চ্যাম্পিয়ন দলকে ট্রফি-সহ ৪ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফিসহ ৩ হাজার টাকা পুরস্কৃত করা হয়।