ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার(৩০ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের ট্রাংক রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদ ফেনী জেলার সদস্য সচিব রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির ফেনী জেলা আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার।
সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক নেতা ওসমান গনী রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক, ওমর ফারুক শুভ, যুব অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি গাজী ইউসুফ বাপ্পি, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও যুগ্ম সদস্য এমদাদ হোসেনসহ নেতৃবৃন্দ।