কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেল এক মায়ের আবেগঘন চিঠি। ছেলেকে প্রেমের বাঁধন থেকে ফেরাতে এবং মেয়ের বিসিএস এর সু্যোগ চেয়ে পাগলা বাবার কাছে আবেদন করেছেন মমতাময়ী মা।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে হারুয়া এলাকার এ মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এবার যুক্ত হয়েছে আরও তিনটি নতুন দানবাক্স। দান গণনায় অংশ নেন প্রায় পাঁচ শতাধিক মানুষ, যাদের মধ্যে ছিলেন মসজিদ কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় মাদরাসার ছাত্র এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, আনসার ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরাও।
প্রতি দানবাক্স খোলার সময়ই টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা মেলে। তবে এবার নজর কেড়েছে ওই মায়ের লেখা সরল ভাষার চিঠি। সেখানে তিনি লিখেছেন, ছেলেকে প্রেমের সম্পর্ক থেকে ফিরিয়ে আনার আকুতি, মেয়ের জন্য ভালো পাত্র এবং বিসিএসের সুযোগ চেয়ে পাগলা বাবার কাছে দোয়া করেছেন।
পাশাপাশি, এবার দানবাক্স খোলায় ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নতুন দানবাক্স যুক্ত হওয়ায় সংগ্রহ শত কোটির ঘর ছাড়িয়ে যাবে। বর্তমানে পাগলা মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৯০ কোটি ৬৪ লাখ টাকা এফডিআর জমা আছে, যার লভ্যাংশ ব্যয় করা হয় গরিব, অসহায় ও অসুস্থদের জন্য।