কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় শুরু হওয়া এই ম্যাচে অংশ নেয় পদ্মা স্পোর্টিং ক্লাব ও মেঘনা স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়রা দারুণ লড়াই উপহার দেন দর্শকদের। তবে শেষ পর্যন্ত দক্ষতা ও কৌশলের জোরে মেঘনা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়, আর পদ্মা স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুষ্টিয়া-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মইনুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাফেজ মইনুদ্দিন বলেন, “খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেয়ার শক্তি। ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারে। আমি চাই, প্রতিটি গ্রামে খেলাধুলার পরিবেশ গড়ে উঠুক। ভবিষ্যতেও এমন আয়োজন হলে আমি সর্বাত্মক সহযোগিতা করব। এছাড়াও তিনি তার বক্তব্যে ওসমানপুর হাই স্কুলের জন্য একটি গেট এবং খেলার মাঠ সংরক্ষণ ও বাড়-পোস্ট বাবদ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের ভিড় জমে। খেলাপ্রেমী স্থানীয়রা জানান, এ ধরনের টুর্নামেন্ট গ্রামীণ এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে। একজন দর্শক আলমগীর হোসেন বলেন, “অনেক দিন পর এভাবে বড় ম্যাচ দেখতে পেয়েছি। মাঠে এমন পরিবেশ আমাদের তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে।”
অন্য এক দর্শক কলেজপড়ুয়া তানভীর হাসান বলেন, “আজকের খেলায় দুই দলই দারুণ লড়াই করেছে। বিশেষ করে ফাইনাল ম্যাচে যে উত্তেজনা ছিল, তা সত্যিই অসাধারণ। আমরা চাই প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট হোক।”