বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটলো ছাত্রদল, মনোনয়ন বিতরণ শুরু

রাবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পিছু হটেছে ছাত্রদল। প্রায় তিন ঘণ্টা পর ছাত্রদলের লাগানো তালা ভেঙে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় খুলে দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে তালা ভাঙার পর ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের কর্মসূচি থেকে পিছু হটতে বাধ্য হন। উত্তেজনার মধ্যেই দুপুর ২ টা থেকে রাকসু নির্বাচনের শেষ দিনের স্থগিত থাকা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আবার শুরু হয়েছে।

এর আগে সকাল ১০ টার দিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নিয়ে ভাঙচুর চালায় এবং ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল।

তফসিল ঘোষণার পর আজ মনোনয়ন ফরম উত্তোলনের শেষ দিন ছিল। বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী মনোনয়ন ফরম নিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে গেলে তাঁরা দেখেন ফটকে তালা ঝুলছে। আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে ছিল ছাত্রদলের নেতাকর্মীরা। তখন সালাউদ্দিন আম্মার ও তাঁর সঙ্গীরা ফটকের সামনে অবস্থান নিলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ছাত্রদলকে কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা খুলে দেওয়ার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তালা না খুলে দিলে শিক্ষার্থীরা একজোট হয়ে এগিয়ে গিয়ে কার্যালয়ের দরজায় ছাত্রদলের লাগানো তালাটি ভেঙে ফেলে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিরোধের মুখে পিছু হটে।

শিক্ষার্থীরা তালা ভেঙে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশের পর ছাত্রদল বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পরেই ফের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে মাটিতে বসে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে হয়ে একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এসময় একে অপরদের জুতা-পানির বোতল ছোড়াছুড়ি করতে দেখা যায়।

ঘটনার একপর্যায়ে মিছিল নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসে শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। তাদের মিছিলের কারণে ছাত্রদলের নেতা-কর্মীরা ফের পিছু হটেন। একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানের সময় ছাত্রদলের মাইক খুলে ভাঙচুর করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনা নিয়ন্ত্রণে শুরু থেকেই রাকসু কার্যালয়ের সামনে ছিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক। পরবর্তীতে তারা শিক্ষার্থীদের উদ্দ্যেশে কথা বলেন।

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর উত্তেজনার মধ্যেই দুপুর ২ টার দিকে ফের শুরু হয়েছে মনোনয়ন বিতরণের কার্যক্রম। শাখা ইসলামি ছাত্রশিবির, বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনসহ, অন্য শিক্ষার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বিষয়টি রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আজকে সকাল থেকেই নির্বাচন কমিশনের সাথে আমার কয়েক দফা মিটিং হয়েছে। তারা জানিয়েছেন একটা সংগঠনের দাবির প্রেক্ষিতে এটা মানা সম্ভব নয়। সকল সংগঠন এবং সব পক্ষ যদি বলে তখন সেটা বিবেচনা করা যাবে। এছাড়াও যখন তফসিল হয়েছে তখন প্রথমবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হয়নি, ফলে তাদের ছাত্রত্ব ছিল না। নির্বাচন কমিশনও আলাদাভাবে আলোচনা করে জানিয়েছে এই তফসিল অনুযায়ী নির্বাচন করতে চাইলে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্ভব নয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

জুবায়ের আল মুজাহিদ, ফেনী প্রতিনিধিমঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু'গ্রুপের সংঘর্ষ হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম...

আটকে রেখে মুসলিম কিশোরীকে ধর্ষণ, আন্দোলনের মুখে জয় কুরিকে গ্রেফতার

আবু যর গিফারী, রায়পুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে অপহরণ করে টানা সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে জয় কুরি (২৫) নামের...

শীর্ষ সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান: তিনজন গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমন বাহিনীর ৫টি টর্চার সেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পুলিশ।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্য রাতে এই অভিযান চালায় পুলিশ।জানা...

রাকসু নির্বাচনে প্রার্থী ৫১ বছরের শাহরিয়ার মোর্শেদ খান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ব্যতিক্রমী এক প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি রাকসুতে প্রচার ও...

সম্পর্কিত নিউজ

চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

জুবায়ের আল মুজাহিদ, ফেনী প্রতিনিধিমঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে বিএনপির...

আটকে রেখে মুসলিম কিশোরীকে ধর্ষণ, আন্দোলনের মুখে জয় কুরিকে গ্রেফতার

আবু যর গিফারী, রায়পুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে অপহরণ করে...

শীর্ষ সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান: তিনজন গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমন বাহিনীর ৫টি টর্চার সেল ভেঙ্গে গুড়িয়ে...