পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ মাহবুব (৩৫)। তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার বাসিন্দা জলিল হাওলাদারের ছেলে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে পারিবারিক বিরোধের জেরে মেঝো ভাই রেজাউল হাওলাদার তার ছোট ভাই মাহবুবের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর জখম হলে দ্রুত চরবিশ্বাস ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাথায় পাঁচটি সেলাই দেন। এরপর তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন।
তবে গতকাল শুক্রবার দুপুরের দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, “বাড়িতে বসে মেঝো ছেলে রেজাউল ও ছোট ছেলে মাহবুবের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ রেজাউল পেছন থেকে লাঠি দিয়ে মাহবুবকে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।”