সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

-বিজ্ঞাপণ-spot_img


ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে অব্যাহত আচরণবিধি লঙ্ঘন করে যাওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার প্যানেলের বিরুদ্ধে। সম্প্রতি আচরণবিধি লঙ্ঘন করে তার প্রতিষ্ঠিত বিজ্ঞান আড্ডা নামক একটি প্লাটফর্মের অর্থায়নে একাধিক প্রোগ্রামে আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রচারণার সময়সীমা অতিক্রান্তের পরও হলে এটি চলমান রাখার অভিযোগ উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে।

গত ৩০ আগস্ট ফলিত রচনা কেমিকৌশল বিভাগে ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির (এমআরএস) প্রোগ্রামে অর্থায়ন করে বিজ্ঞান আড্ডা নামে উমামা ফাতেমার নেতৃত্বাধীন একটি প্লাটফর্ম। এ ছাড়া গত ১ সেপ্টেম্বর প্রাণিবিদ্যা বিভাগে ‘আর’ প্রোগ্রামিং কোর্স আয়োজন করে উমামা ফাতেমার প্রতিষ্ঠিত এ বিজ্ঞান আড্ডা।

বিজ্ঞান আড্ডা নামক এ প্লাটফর্মের প্রতিষ্ঠাতা ও সংগঠক ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। এ ছাড়া সহ প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম বিধান ও সিয়াম ফেরদৌস ইমন যথাক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোন প্রার্থী/পক্ষের বিশ্ববিদ্যালয় এলাকায় যেকোনো ধরনের সেবামূলক কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন। কেউ এধনের কাজ করলে সেটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে জানায় প্রশাসন।

এ নিয়ে গত ২১ আগস্ট ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী/পক্ষ আজ থেকে আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করতে পারবেন না, এমনকি আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।’


এ বিষয়ে জানতে চাইলে উমামা ফাতেমা বলেন, ৩১ তারিখের প্রোগ্রামটি এমআরএসের উদ্যোগে আয়োজিত হয়। সেখানে আমরা কেবল সাহায্য করেছি। আমাদের মূল প্রোগ্রাম ছিল গত মে মাসে আয়োজন একটি বিজ্ঞান মেলা। সেখান থেকে কিছু টাকা থেকে যায়। জুলাইয়ের শেষ দিকে এমআরএস আমাদেরকে রিচ করে। ফলে আমরা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিই।

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা স্বত্তেও এটি কেন করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি পূর্ব নির্ধারিত প্রোগ্রাম। ডাকসুর তফসিল ঘোষণার আগে থেকেই এটি ঠিক করা ছিল।

এদিকে ১ সেপ্টেম্বর আয়োজিত ‘আর’ প্রোগ্রামিং কোর্সের ব্যাপারে জিজ্ঞেস করলে উমামা ফাতেমা বলেন,’আর প্রোগ্রামিং এর প্রোগ্রামটির ব্যাপারে আমি অবগত নই। এটি আয়োজন করেছে সিয়াম ফেরদৌস ইমন(গবেষণা ও প্রকাশনা সম্পাদক) ।এ বিষয়ে তাকে একটু জিজ্ঞেস করতে হবে।


আচরণবিধি লঙ্ঘন করে  রাত ১২টায় হলে প্রচারণা
ডাকসুর আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা রাত ১১টার পর কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। এ আচরণবিধি লঙ্ঘন করে রাত ১২টায় নিজ হলে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে।

শনিবার রাত ১১টা ৪৯ মিনিটের একটি ফুটেজ এবং কিছু ছবি প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা যায় তিনি নারী শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

এর আগেও রাত ১টার পর রোকেয়া হলে অবস্থান এবং প্রচারণার অভিযোগ উঠে এ ভিপি প্রার্থীর বিরুদ্ধে। তীব্র সমালোচনা শুরু হলে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চান তিনি।

এ অভিযোগ নিয়ে জানতে চাইলে উমামা ফাতেমা বলেন, আমরা মেয়েদেরকে কারো কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞেস করে নিয়েছি। রুমের বাহির থেকে এটি জিজ্ঞেস করে তারপর প্রবেশ করেছি। যেহেতু আর মাত্র একদিন বাকি। সুতরাং এক্ষেত্রে আমি কোনো অনধিকার চর্চা করিনি।

এ বিষয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা...

১৪ মাস ধরে নিখোঁজ জাকিরকে ফেরত দিল বিএসএফ

মো.জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের সীমান্তে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ১৪ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়...

রায়পুরে মাদকসেবিদের আগুনে পুড়েছে ৪ দোকান 

আবু যর গিফারী, রায়পুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ভূঁইয়া রাস্তায় (জনতা বাজার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারটি দোকান দগ্ধ হয়েছে।শনিবার (৭সেপ্টেম্বর) রাত...

নির্বাচনী প্রচারণায় কাউকে কষ্ট দিলে ক্ষমা চাচ্ছি : সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধিশেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত চলে...

সম্পর্কিত নিউজ

সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের...

১৪ মাস ধরে নিখোঁজ জাকিরকে ফেরত দিল বিএসএফ

মো.জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের সীমান্তে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ১৪ মাস পর...

রায়পুরে মাদকসেবিদের আগুনে পুড়েছে ৪ দোকান 

আবু যর গিফারী, রায়পুর প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন ভূঁইয়া রাস্তায় (জনতা বাজার) অগ্নিকাণ্ডের ঘটনা...