সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাড়াকৃত ত্রুটিপূর্ণ ডাবল ডেকার সংযোজন

শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য নতুন করে যুক্ত হয়েছে চারটি ভাড়াকৃত ডাবল ডেকার বাস। তবে এসব বাস ত্রুটিপূর্ণ হওয়ার অভিযোগ এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  চলছে নানা আলোচনা সমালোচনা। 

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে বাসগুলো উদ্বোধন করেন। 

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মনজুরুল হক, পরিবহণ প্রশাসন অধ্যাপক ড. আব্দুর রউফ, পাবনা ডিপোর ডিজিএম মনিরুজ্জামান বাবুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে তারা বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এদিকে জানা যায়, এই বাসগুলো আগে ঢাকার বিভিন্ন রুটে চলাচল করত। দুর্ঘটনা ও দীর্ঘদিনের ব্যবহারজনিত কারণে এসব বাসে একাধিক ত্রুটি রয়েছে। কোথাও বডি ভাঙা, কোথাও বা সামনের গ্লাস ও জানালায় জোড়া-তালি। এ কারণে শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেন। 

তারা বলেন, “আমরা নতুন বাসের প্রত্যাশা করেছিলাম, কিন্তু উদ্বোধন হলো ভাড়াকৃত পুরোনো বাসের।”

এ বিষয়ে পাবনা ডিপোর ডিজিএম মনিরুজ্জামান বাবু বলেন, “উপাচার্যের অনুরোধে অল্প সময়ে আমরা চারটি বাস দিতে পেরেছি। এগুলো ২০১৯ সালের তৈরি এবং এখনো চলাচলের উপযোগী। আগামী এক মাসের মধ্যে বাসগুলোর সংস্কার, চালক প্রশিক্ষণ ও যাত্রীসুবিধা বাড়ানোর কাজ শেষ হবে।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “ইউজিসির শর্ত এবং বিশ্ববিদ্যালয়ের কিছু সীমাবদ্ধতার কারণে আপাতত বাস কেনা সম্ভব হয়নি। তবে বিআরটিসি থেকে ভাড়াকৃত বাসগুলো পর্যায়ক্রমে নতুন বাস দিয়ে প্রতিস্থাপন করা হবে।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা উন্নত করতেই বাসগুলো সংযুক্ত করা হয়েছে। নতুন বাস আসার সুযোগ হলে এগুলো প্রতিস্থাপন করা হবে।”

উল্লেখ্য, বর্তমানে ইবির পরিবহন পুলে মোট বাসের সংখ্যা ৬০টি। এর মধ্যে নিজস্ব বাস ২৪টি এবং ভাড়াকৃত ৩৬টি। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৬টি নিজস্ব বাস। সর্বশেষ সংযোজনসহ শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ডাবল ডেকার বাসের সংখ্যা দাঁড়ালো ১৩টি, যার বেশিরভাগই ভাড়াকৃত।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুবি শিক্ষার্থী ‘হত্যা’: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।...

অপপ্রচারকারীদের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে: আবিদুল

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের ব্যালটের মাধ্যমে...

সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা...

১৪ মাস ধরে নিখোঁজ জাকিরকে ফেরত দিল বিএসএফ

মো.জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের সীমান্তে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ১৪ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়...

সম্পর্কিত নিউজ

কুবি শিক্ষার্থী ‘হত্যা’: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার...

অপপ্রচারকারীদের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে: আবিদুল

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম...

সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের...