দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিজ প্রতিষ্ঠানে নিহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রবাসী মো. জহির উদ্দিন (৪২)।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে দেশটির মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহির উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদ ড্রাইভার বাড়ির সন্তান।
পারিবারিক সূত্র জানায়, জীবিকার তাগিদে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় যান জহির। শুরুতে নানা কষ্ট পোহালেও পরে স্থানীয়ভাবে একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। দীর্ঘ ১৬ বছর তিনি দেশে ফেরেননি।
জহিরের বড় ভাই মো. রেজাউল করিম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে খবর আসে আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এত বছর পর দেশে ফিরবেন, কিন্তু লাশ হয়ে।
তিনি আরও বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর দেশে আনা হবে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিহতের আত্মীয়স্বজন ও এলাকাবাসী। স্থানীয় মো. আনোয়ার হোসেন বলেন, খবরটি শোনার পর খুব খারাপ লাগছে। বিদেশে যাওয়ার পর তিনি আর দেশে আসেননি।