ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক।
তিনি বলেন, ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে সদর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচনকে ঘিরে একটি পোস্ট দেওয়া হয়। স্ট্যাটাসে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’ সংখ্যাগুলো ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর ব্যালট নম্বর।
সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া বা প্রকাশ্যে সমর্থন দেওয়া আইনত নিষিদ্ধ হলেও একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে এমন পোস্ট দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন।
তবে পরে নিজের ও থানার ফেসবুক আইডিতে নতুন পোস্ট দিয়ে ওসি দাবি করেন, “আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পড়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।”
এরপর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়।
তবে এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি মোজাফফর হোসেন সাংবাদিকদের বলেন, “আমি এমনিতেই পোস্ট করেছি। কোনো উদ্দেশ্য ছিল না।”