ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলে রইজুল মাঝির জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক বড় আকৃতির রুপালি ইলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি নিলামে তোলা হলে প্রতি কেজি ৩ হাজার ৫৫০ টাকা দরে বিক্রি হয়। একক ইলিশটির দাম দাঁড়ায় প্রায় ৮ হাজার ৮৭৫ টাকা।
বন্দরের বাজারে মাছটি প্রদর্শনের পর উৎসুক জনতা ভিড় জমায়। জানা যায়, ভোলার রইজুল মাঝি বঙ্গোপসাগরের গভীরে জাল ফেলতে গিয়ে হঠাৎ এই বিশাল ইলিশের দেখা পান। পরে তিনি সেটি আলীপুর বিএফডিসি বাজারে নিয়ে আসেন, যেখানে নিলামে ব্যাপক আগ্রহের মধ্যেই বিক্রি হয়ে যায়।
মনি ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আ. জলিল বলেন,“এ ধরনের বড় ইলিশ এখন আর তেমন ধরা পড়ে না। নিলামে তোলার সঙ্গে সঙ্গেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। বড় ইলিশের আলাদা কদর সবসময়ই থাকে।”
শেষ পর্যন্ত মাছটি কিনে নেন কুয়াকাটার ফ্রেশ ফিসের ব্যবস্থাপনা পরিচালক পিএম মুছা। তিনি জানান,
“আমার এক প্রবাসী ক্রেতার বিশেষ চাহিদা ছিল বড় ইলিশের। তাই এটি কিনেছি এবং ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।”
জেলে রইজুল মাঝি বলেন,“সমুদ্রে জাল তোলার সময় এমন বড় ইলিশ হাতে পেয়ে আমি অবাক হয়ে যাই। এত দামে বিক্রি হবে কখনো কল্পনাও করিনি। এই টাকা আমার পরিবারের জন্য অনেক স্বস্তি এনে দেবে।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,“সমুদ্রের গভীর অঞ্চল থেকে শুরু করে উপকূলের কাছাকাছিও বড় ইলিশ ধরা পড়ছে। এটি অবশ্যই ইতিবাচক দিক। এতে জেলেদের আয়ের পাশাপাশি স্থানীয় বাজারেও নতুন আশার সঞ্চার হচ্ছে।”