শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

দুর্নীতির মামলায় প্রদীপের ২০ ও স্ত্রী চুমকির ২১ বছর কারাদণ্ড

-বিজ্ঞাপণ-spot_img

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের দায়ের করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া আলোচিত ওসি প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আবদুল মজিদের আদালতে তাদের এ মামলার রায় ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ।

তিনি বলেন, আদালতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।

দণ্ডিত  প্রদীপ কুমার দাশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

এর আগে গত ১৮ জুলাই সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দায়ের হওয়া অবৈধ সম্পদ অর্জনের মামলার যুক্তিতর্ক শেষ হয়। এদিন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ যুক্তিতর্ক শেষে আজ ২৭ জুলাই রায়ের তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়,চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ মামলা করেন।

মামলায় তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৬ জুলাই প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ওই বছরের ১ সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। মামলার পর থেকে পলাতক ছিলেন চুমকি। গত ২৩ মে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ চট্টগ্রাম জেলা কারাগারে রয়েছেন। তার স্ত্রীও দুদকের মামলায় কারাগারে আছেন।

প্রদীপ কুমার দাশ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামের মৃত হরেন্দ্র লাল দাশের ছেলে। নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা আর সি চার্চ রোডে তাদের নিজস্ব একটি আবাসিক ভবন আছে। সেই ভবনে তার স্ত্রী চুমকি কারণ ও সন্তানদের নিয়ে তিনি বসবাস করতেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এরপর টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই বছরের ৬ আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ কুমার দাশ। ওই মামলায় চলতি বছরের ৩১ জানুয়ারি দেয়া রায়ে প্রদীপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শার্শায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

যশোরের শার্শায় বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ভ্যানের আরও এক যাত্রী।শনিবার (১৬ জুলাই) দুপুর...

মানিকগঞ্জে সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন–২০২৫। শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক...

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে  রফতানি বানিজ্যে ধস

আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে শুরু হয় টানা-পোড়ন। যার প্রভাব বেশি দেখা যায় ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে।  বিশেষ করে বাংলাদেশের অন্যতম...

চিরকুট লিখে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, পৃথক ২ মামলা

রাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি হত্যা মামলা ও অন্যটি অপমৃত্যুর মামলা হিসেবে...

সম্পর্কিত নিউজ

শার্শায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

যশোরের শার্শায় বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায়...

মানিকগঞ্জে সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন–২০২৫। শনিবার (১৬ আগস্ট)...

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে  রফতানি বানিজ্যে ধস

আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে শুরু হয় টানা-পোড়ন। যার প্রভাব...