রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীরামকে টি-টোয়েন্টি দলের পরামর্শক নিয়োগ

-বিজ্ঞাপণ-spot_img

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি দলের নতুন পরামর্শক হিসেবে সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে। আগামী ২৭শে আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে যোগ দেবেন তিনি।

শুক্রবার বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেছেন, অস্ট্রেলিয়ায় চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন শ্রীধরন।

নাজমুল হাসান জানান, ঘরোয়া পরিসরে বেশ কয়েকটি দলকে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে শ্রীধরনের। বাংলাদেশ দলের সঙ্গে তার যোগ দেয়া নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন শ্রীধরন।

নাজমুল হাসান বলেন, ‘শ্রীধরন এই সপ্তাহে আসছেন। তিনি শুধু টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে আসছেন। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন তিনি। হাই-গ্রেডের টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।’

ইউএনবি জানতে পেরেছে, রবিবার শ্রীধরনের ঢাকায় আসার কথা রয়েছে।

তামিলনাড়ুতে জন্ম নেয়া এই ক্রিকেটার ভারতের হয়ে মাত্র আটটি ওয়ানডে খেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি ৩২টি সেঞ্চুরি এবং মোট ৯ হাজার ৫৩৯ রান করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের মতো দলকে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে শ্রীধরনের। অস্ট্রেলিয়ার স্পিন-বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রধান কোচের ভূমিকায় কে থাকবেন তা নিশ্চিত নয়।

নাজমুল হাসান বলেন, এই আসরের জন্য তারা এখনো প্রধান কোচ চূড়ান্ত করতে পারেননি।

নাজমুল হাসান বলেন, ‘আগামী ২২শে আগস্ট আমরা সব সিদ্ধান্ত নেব। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোচ থাকবেন ডমিঙ্গো। তবে এশিয়া কাপে কে কোচ হবেন তা এখনো চূড়ান্ত হয়নি।’

বিসিবি এমন একজন কোচ নিয়োগ করতে চেয়েছিল যার পাওয়ার হিট করার ক্ষমতার উন্নতিতে বিশেষত্ব রয়েছে।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, আপাতত এই ভূমিকা পালন করবেন জেমি সিডন্স।

বৃহস্পতিবার গণমাধ্যমকে নাজমুল হাসান বলেন, ‘আমরা একজন পাওয়ার হিটিং কোচ নিয়োগের বিষয়ে আলোচনা করেছি। তবে জেমি বলেছেন, তিনি এই ক্ষেত্রে অভিজ্ঞ। এই এশিয়া কাপে নয়, আমরা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর দিচ্ছি। অস্ট্রেলিয়ায় পারফর্ম করা আমাদের জন্য সবসময়ই কঠিন। তাই আমরা এই এশিয়া কাপে কিছু পরিবর্তন করার অপেক্ষায় আছি।’

এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এই আসরের প্রথম পর্বে বাংলাদেশ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

৭ বছর ধরে বন্ধ নোবিপ্রবির একাডেমিক ভবন ৩ ভবনের নির্মাণ কাজ, ভোগান্তি শিক্ষার্থীদের

নানা জটিলতায় ৭ বছর ধরে বন্ধ রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০ তলার একাডেমিক ভবন-৩ এবং কেন্দ্রীয় গবেষণাগার ভবনের নির্মাণকাজ। সময় অনুযায়ী...

ডাকসু নির্বাচন: বাগছাসের ইশতেহার ঘোষণা, ৮ প্রস্তাবনায় ৫০ দাবি 

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। ইশতেহারে ৮টি প্রস্তাবনায় মোট ৫০ দফা দাবি...

কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় শুরু হওয়া...

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালককের ইভটিজিংয়ের শিকার স্কুল ছাত্রী!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের ঘটনায় এক অটোরিকশা চালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আতকাপাড়া...

সম্পর্কিত নিউজ

৭ বছর ধরে বন্ধ নোবিপ্রবির একাডেমিক ভবন ৩ ভবনের নির্মাণ কাজ, ভোগান্তি শিক্ষার্থীদের

নানা জটিলতায় ৭ বছর ধরে বন্ধ রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০...

ডাকসু নির্বাচন: বাগছাসের ইশতেহার ঘোষণা, ৮ প্রস্তাবনায় ৫০ দাবি 

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ...

কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল...