বুধবার, ১৪ মে, ২০২৫

কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই চাল-আটার দাম নিয়ে সিদ্ধান্ত:বাণিজ্যমন্ত্রী

-বিজ্ঞাপণ-spot_img

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাল, আটা, ডাল ও ডিমের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। তাই এসব পণ্যের দাম নির্ধারণ নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে ‘মিট দ্য ওকাব উইথ টিপু মুনশি’ শীর্ষক আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ৩১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় বাজারের লাগাম টেনে ধরতে ১৫ দিনের মধ্যে চাল, আটা, ডাল, তেল, চিনি, ডিম, রড ও সিমেন্টের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দিয়েছিল। নির্ধারিত সময় পার হওয়ার একদিন পরে মন্ত্রী বলেন, ভোজ্যতেল ও চিনি ছাড়া অন্য পণ্যের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার তার মন্ত্রণালয়ের নেই।

কৃষি মন্ত্রণালয় কয়েকটি পণ্যের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সালের এক প্রজ্ঞাপন অনুযায়ী, চাল, আটা, ডাল ও ডিমের দাম নির্ধারণের এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের। এখন কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ হবে। 

ডিমের দামের উর্ধগতি বিবেচনায় আমদানি করা হবে কিনা এমনই এক জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় পজিটিভ হলে ডিম আমদানি করা হবে। দাম নির্ধারণ হবে আলোচনার মাধ্যমে। আমরা ভারত থেকে ডিম আমদানি করে কম মূল্যে ভোক্তাদের দেওয়ার পক্ষে। 

টিপু মুনশি বলেন, আমাদেরকে ভোক্তা ও কৃষক উভয়কেই দেখতে হবে। যথেষ্ট হিমাগার না থাকায় অনেক পেঁয়াজ পচে যায়। ফলে সেপ্টেম্বরে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়।সেপ্টেম্বরে পেঁয়াজ উৎপাদন করার চিন্তা করা হচ্ছে।

মিয়ানমারের সঙ্গে বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যে যাবে না, তা এখন বুঝা যাচ্ছে। যদিও প্রথমে তাদের মানবিক কারণে জায়গা দেওয়া হয়েছিল।রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মাধ্যমেই মিয়ানমারের সঙ্গে বাণিজ্যক সম্পর্ক স্বাভাবিক হবে। মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ থাকলেও তা আমাদের বাণিজ্যে প্রভাব ফেলবে না। গতবারের তুলনায় এবার ২০ শতাংশ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।

ডলার দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ডলারের মূল্যের বৃদ্ধি পেয়েছে। আমরা চাই রেডিমেড গার্মেন্টস তার ধারাবাহিকতা বজায় রাখুক। পাশাপাশি আইসিটি ও চামড়া খাতে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। ১০টি আইটেমের উৎপাদন বাড়াতে পারলে আমাদের রপ্তানি বাড়ব। আমরা চেষ্টা চালাচ্ছি এটি বাড়াতে।

তিনি জানান, বাংলাদেশ ২০২৬ সালে একশ বিলিয়ন ডলার রপ্তানি করতে চায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ববির উপাচার্যের পদ থেকে ড. শুচিতা শরমিনকে অপসারণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

ভৈরবে আ. লীগের কার্যালয়কে জামে মসজিদে রূপান্তর, জোহরের নামাজ আদায়

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব বাজার এলাকায় হলুদ-পট্টিতে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দলীয়...

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই- এমন মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এমনটা জানান।...

নারীবিদ্বেষী আচরণের অভিযোগে নোবিপ্রবির সহ-সমন্বয়ককে বয়কটের ডাক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহ-সমন্বয়ক এবং বৈছাআ নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্তকে সামাজিক ও একাডেমিক কার্যক্রম থেকে বয়কটের...

সম্পর্কিত নিউজ

ববির উপাচার্যের পদ থেকে ড. শুচিতা শরমিনকে অপসারণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের...

ভৈরবে আ. লীগের কার্যালয়কে জামে মসজিদে রূপান্তর, জোহরের নামাজ আদায়

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব বাজার এলাকায়...

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই- এমন মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৩ মে) এক...