মো. সজল মিয়া, দিনাজপুর
দিনাজপুর এম আদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদান করতে গিয়ে সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর ঠাকুরগাঁও জেলা সভাপতি এবং বিভাগীয় আলো প্রতিনিধি মশিউর রহমান ওই হাসপাতালের টয়লেটের দরজার নিচে জাতির জনকের একটি ছবির ফ্রেম দিয়ে দরজা মেরামত করা দেখে সেটার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এবং ক্যাপশনে এমন কাজের জন্যে দুঃখ প্রকাশ করে।
এর পরিপেক্ষিতে হাসপাতালে কর্তৃপক্ষ নিজেদের দোষ ঢাকতে কোতোয়ালি থানার সহায়তায় রক্তদানের কথা বলে মশিউরকে আটক করে! পরবর্তীতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করে! আমরা সংগঠন হতে বারবার যোগাযোগ করেছি থানার সাথে কিন্তু তারা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাসপাতালের ভাবমূর্তি নষ্টের অভিযোগে মামলা করেছে! অথচ এখানে দোষ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এভাবে সেফ ফিউচার ফাউন্ডেশন এর সদস্যরা জানান। তার তাদের সেচ্ছাসেবী মশিউর রহমান এর মুক্তি চান।