গান দিয়ে তার উত্থান হলেও বর্তমানে বিতর্কিত মন্তব্যের জন্যই বেশি খবরে আসছেন বাংলাদেশের মইনুল আহসান নোবেল। বাংলাদেশের গায়ক নোবেল কখনো কিংবদন্তি শিল্পীদের কটাক্ষ করে, কখনো অশ্লীল ভাষায় মন্তব্য করে হয়েছেন নেতিবাচক খবরের শিরোনাম। এবার ভারতীয়দের কুরুচিকর ভাষায় আক্রমণ করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৫ রানে হেরে যায় বাংলাদেশ। এই হার মেনে নিতে পারেননি নোবেল। তার জেরেই সোশ্যাল মিডিয়ায় ভারতকে তীব্র আক্রমণ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে ব্যঙ্গ করে নোবেল লেখেন- ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তারপরই অত্যন্ত বিশ্রী ভাষা প্রয়োগ করেন তিনি। এতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
ভারতীয়দের নিয়ে নোবেলের এই আপত্তিকর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই বাংলাদেশি গায়ককে একহাত নেন।
উল্লেখ্য, জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো ‘সারেগামাপা’র মঞ্চ থেকেই উত্থান হয় নোবেলের। সেই কথা অনেকেই বাংলাদেশি গায়ককে স্মরণ করিয়ে দেন।
এরই জবাবে আরেক পোস্টে নোবেল লেখেন, ‘ভাই দেখ! আমি কোনো ভারত-টারতের পা চাটি নাই। বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে। টানা ১১ মাস’।
তার এই কুরুচিকর পোস্টকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়ে পড়ে। চাপের মুখে কয়েকঘণ্টার মধ্যেই পোস্টটি নিজের প্রোফাইল থেকে সরিয়ে নেন নোবেল। কিন্তু ততক্ষণে যপোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।