বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সুখী দেশের তালিকায় পেছাল বাংলাদেশ

-বিজ্ঞাপণ-spot_img

আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে জাতিসঙ্ঘের প্রকাশিত সুখী দেশের তালিকায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও উগান্ডার পেছনে রয়েছে বাংলাদেশের নাম। এমনকি আফ্রিকার অনেক দেশের চেয়েও ‘অসুখী’ বাংলাদেশ। যেমন গিনি (৯১), আইভরি কোস্ট (৯৩), ক্যামেরুন (৯৬), সেনেগাল (১০২), ঘানা (১০৭) ও উগান্ডা (১১৩) এ তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। অবাক করার বিষয় বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে মিয়ানমারও (১১৮তম)। তালিকায় ১৩৭টি দেশের মধ্যে ২৪ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১১৮তম। এই তালিকায় গত বছর বাংলাদেশ ছিল ৯৪তম।

সোমবার (২০ মার্চ) আন্তর্জাতিক সুখ দিবস পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১২ সালের ১২ জুলাই এই দিনকে সুখ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সুখ এবং ভালো থাকাকে একটি সর্বজনীন লক্ষ্য ও প্রত্যাশা নিয়েই দিবসটির উৎপত্তি।

প্রতিবছর ২০ মার্চ সুখ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এবারও প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩। তালিকায় ১৩৭টি দেশের মধ্যে টানা ষষ্ঠবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড। চতুর্থ ইসরায়েল ও পঞ্চম নেদারল্যান্ডস। সেরা ১০টি সুখী দেশের মধ্যে এরপর রয়েছে সুইডেন (ষষ্ঠ), নরওয়ে (সপ্তম), সুইজারল্যান্ড (অষ্টম), লুক্সেমবার্গ (নবম) ও নিউজিল্যান্ড (দশম)।

এবার সুখী দেশের তালিকায় কানাডা ১৩, যুক্তরাষ্ট্র ১৫ ও যুক্তরাজ্য ১৯তম অবস্থানে রয়েছে। যুদ্ধকবলিত ইউক্রেন রয়েছে ৯২তম অবস্থানে। আর রাশিয়া আছে ৭০তম অবস্থানে। এছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর রয়েছে সবার ওপরে, ২৫তম। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে সুখী দেশে সংযুক্ত আরব আমিরাত (২৬)।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশ শুধু ভারতের ওপরে রয়েছে। প্রতিবেশী ভারতের অবস্থান ১২৬তম। আর নেপাল (৭৮), পাকিস্তান (১০৮) ও শ্রীলঙ্কা (১১২) এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। আর তালিকার একেবারের তলানির দেশ আফগানিস্তান (১৩৭তম); অর্থাৎ আফগানিস্তান সবচেয়ে অসুখী।

জাতিসঙ্ঘের সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেইসাথে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেয়া হয়।

২০২২ সালে সর্বশেষ সুখী দেশের তালিকা করতে গিয়ে প্রাধান্য দেয়া হয়েছে করোনা মহামারীকে। করোনা সারা বিশ্বকে এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে যে কোভিড-১৯ মানুষের ভালো থাকার খরচ বাড়িয়ে দিয়েছে, সেইসাথে বেড়েছে বেকারত্ব। এর প্রভাব পড়েছে সূচকেও।

২০২২ সালের সুখী দেশের তালিকা করতে গিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে করোনা মহামারিকে। করোনা সারা বিশ্বকে এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, কোভিড ১৯ মানুষের ভালো থাকার খরচ বাড়িয়ে দিয়েছে সেই সঙ্গে বেড়েছে বেকারত্ব। এর প্রভাব পড়েছে সূচকেও।

এ ছাড়া করোনা মহামারির ধাক্কা সামলাতে না সামলাতে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বকে এক ভয়াবহ সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতি। দেশে দেশে বেড়েছে খাবার-জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম। এবারের সুখের সূচকে ইউক্রেন যুদ্ধেরও প্রতিফলন দেখা গেছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘মডেল মসজিদ চুরির উৎস, ১টি তৈরিতে খরচ ১৬ কোটি টাকা,পাড়ার কমিটি হলে ৩ কোটিতে হয়ে যেত’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতি যে হারে পুনরুদ্ধার হয়েছে, তা একটি 'মিরাকল'। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব...

নাগরিকত্ব পেতে আমেরিকায় চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’!

অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন আনতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন এ নীতির কথা ঘোষণা করেন। এবার আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে...

বিকেলে আত্মপ্রকাশ করছে নতুন ছাত্রসংগঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে সাবেক সমন্বয়কদের উদ্যোগে একটি নতুন ছাত্রসংগঠন আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা আজ (২৬ ফেব্রুয়ারি) বেলা তিনটায়...

আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির এক নেতাকে কুপিয়ে মারলেন আরেক নেতা!

শেরপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এক বিএনপি নেতার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার...

সম্পর্কিত নিউজ

‘মডেল মসজিদ চুরির উৎস, ১টি তৈরিতে খরচ ১৬ কোটি টাকা,পাড়ার কমিটি হলে ৩ কোটিতে হয়ে যেত’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতি যে হারে...

নাগরিকত্ব পেতে আমেরিকায় চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’!

অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন আনতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন...

বিকেলে আত্মপ্রকাশ করছে নতুন ছাত্রসংগঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে সাবেক সমন্বয়কদের উদ্যোগে একটি নতুন ছাত্রসংগঠন আজ আত্মপ্রকাশ...
Enable Notifications OK No thanks