বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭.৫০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনেতা চঞ্চলের বাবার মৃত্যু খবরটি গণমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি।
দুই সপ্তাহ ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের ভর্তি ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউতে) চলছিল তার চিকিৎসা। মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যান।
শাহানাজ খুশি বলেন, চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজের নিজ এলাকায় বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
এলাকায় দুলাল মাস্টার বলে পরিচিত চঞ্চলের বাবা রাধাগোবিন্দ চৌধুরী। বার্ধক্যের কারণে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
গত কয়েকদিন আগে বাবাকে নিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে চঞ্চল লিখেছেন, ‘বাবা আমার শীতে খুব কাবু, আমিও বাবার মতই হয়েছি। শীত আসার অনেক আগেই বাবা শীতের কাপড় পরতে শুরু করে দেয়। বাড়িতে লেপ নামানো হয়েছে আরো এক দেড় মাস আগে। আমার সেই বাবা আই সি ইউ এর শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা বাবা’কে বাঁচানোর সকল চেষ্টা করে যাই। প্রহর যেন শেষ হয় না। সকল শঙ্কা মুছে দিয়ে যদি ফিরে আসতে বাবা।’
‘