নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনের পরাজিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আলোচিত এই প্রার্থী বলেন, শিক্ষিতরা অশিক্ষিতদের সঙ্গে প্রতারণা করেন। তার প্রমাণ আমি নিজে। আমার লেখাপড়া জানা নেই বিধায় আমাকে ঠকানো হলো।
তিনি অভিযোগ করে বলেন, কৌশলে ফলাফল পাল্টে আমার জয় ছিনিয়ে নেওয়া হলো। এটা শিক্ষিতরাই করেছে।
আজ শুক্রবার হিরো আলম নিজ এলাকা বগুড়া সদরের এরুলিয়া এলাকা ছাড়াও কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ভোটার ও তার ভক্ত সমর্থকদের সঙ্গে দেখা করেন।
হিরো আলম বলেন, মানুষ অনেক শিক্ষিত লোকদের ভোট দিয়ে দেখেছে তারা ভোট নিয়ে জনগণের জন্য কিছুই করেনি। বরং অশিক্ষিতরাই দরিদ্র, গরীব মানুষের পাশে থেকেছে। আমিও গরীব, আমি চেয়েছিলাম গরীব মানুষের জন্য বৃহৎ আকারে কিছু করার।
তিনি আরও বলেন, আমি শেষ দেখে ছাড়ব, আমার বিজয় ঠেকানোর জন্য উচ্চ আদালতে যাবো। আশা করি, আমি সঠিক বিচার পাবো।